মুক্তচিন্তার কবি আরশ মালিথা এর মানবিক অনুভূতির কবিতা “একটি ফুল হত্যা ”

392
মুক্তচিন্তার কবি আরশ মালিথা এর মানবিক অনুভূতির কবিতা “একটি ফুল হত্যা ”

একটি ফুল হত্যা

   ———-আরশ মালিথা

পৃথিবীতে অনেক রকম ফুল আছে।
কি তার বাহারি নাম!
গোলাপ, জবা,জুই, গন্ধরাজ, চম্পা -চামেলি ইত্যাদি।
পৃথিবীতে ফুল মানেই পবিত্র, ফুল মানেই বিশেষ মূহুর্ত।
পৃথিবীতে আরও একটি ফুল আছে!
তার মতো রং, গন্ধ,মাধুর্য আর কোনো ফুলে নেই!
ভালোবাসা আর অস্তিত্বের মধ্যে যদি কোনো সমীকরণ থাকে তবে
এই ফুলটি তার ধ্রুবক।
এর নাম কন্যা শিশু!
হ্যাঁ!সত্যি বলছি, বাবার কাছে পৃথিবীর সবচেয়ে দামী ফুল,
সবচেয়ে পবিত্র তাদের সম্পর্ক।
এবার আসল কথায় আসি-
একটি বাচ্চার হার্টে ছিদ্র!
অনেক ডাক্তার বলল মেয়েটি বাঁচবে না!
বাবার বুকে অাকাশ ভাংলো।
এক মূহুর্তের মধ্যেই বাবার বাগান হতে ঝরে পড়তে চাইলো
পরম যত্নের ফুল!
কিন্তু না, বহু চেষ্টায় মেয়েটি বেঁচে গেলো এ যাত্রায়!
খোদার রহমতই বটে!
নয় তো, প্রায় নেতিয়ে পড়া ফুল কিভাবে বাগানে অাবার
সুবাস ছড়াবে!
সব ঠিকই ছিল।
কিন্তু একদিন-
আবার নেতিয়ে পড়তে লাগলো ফুলটি।
খুব শ্বাস কষ্ট হচ্ছে!
দ্রুত নেয়া হলো সদর হাসপাতালে।
অক্সিজেন চলছে
একটি নয়, দুটি নয় পর পর তিনটি সিলিন্ডার শেষ!
কি আশ্চর্য্য! বাচ্চাটি পৃথিবীর সব অক্সিজেন শেষ করে ফেললো!
কিন্তু বাবা লাফিয়ে উঠে বললো এটি হত্যাকান্ড!
পাগল বাবা! পাগলই তো,নয়তো এই কথা বলে কখনও?
কেন?কারণ তিনটি সিলেন্ডারই ছিল অক্সিজেন শূণ্য।
না না ভুল বললাম, আসলে অক্সিজেন নয়!
মানুষের বিবেক শূণ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here