এখানে ভবিষ্যৎ এখন অবাস্তব কল্পনা, স্বপ্নেরা দৌঁড়ে পালায় ভাঙ্গা পাখায়..,জীবন বোধের তাড়না থেকে তারুণ্যের কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছেন কবিতা “নির্লজ্জ বিবেক! ”।।

680
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছেন কবিতা “নির্লজ্জ বিবেক! ”।।
কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া।

নির্লজ্জ বিবেক!

           লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

সমুদ্র হতে কোন
দানব উঠে আসে না
দেহবিহীন অদৃশ্য দানবের বাস
শ্রেষ্ঠত্বের দাবীদার উন্নত মস্তিষ্কের প্রাণীর দেহাভ্যন্তরে!
কোথাও যেতে এর অনুমতি
পাসপোর্ট কিংবা ভিসা বা
শিঙ্গায় ফুঁ এর প্রয়োজন পরে না,
নিয়মের বেড়াজাল মুক্ত
অবয়বহীন দানব-
যত্রতত্র বিচরণ,
অবলীলায় নির্বিচারে মুহূর্তেই
ধ্বংস করছে রঙিন স্বপ্ন
আর অনাগত ভবিষ্যৎ
বিলীন করছে সভ্যতা!
স্বার্থান্বেষী বিবেক বর্জিত
দানবের তান্ডবলীলায়
পঙ্গুত্বের অভিশাপে জর্জরিত
বর্তমান প্রজন্ম!
এখানে ভবিষ্যৎ এখন
অবাস্তব কল্পনা,
স্বপ্নেরা দৌঁড়ে পালায়
ভাঙ্গা পাখায়
ফসলেরা ঘোমটার খুলে
পৃথিবী দেখার বদলে
আঁতকে ওঠে,
বেহুদা উড়ে উড়ে ক্লান্ত প্রজাপতি পরাগায়নে দেখায় অনাগ্রহ!
অর্থের নিগূঢ়ে বন্দী নিয়ন্ত্রণহীন
দানবের মালিক নিজেকে
মর্তের ঈশ্বর দাবী করে!
হায় মানুষ –
তুমি মৃত্যুকে ভয় কর-
অথচ লোভে মত্ত হয়ে
পাপকে সঙ্গী করে
শ্মশান যাত্রার আয়োজন কর!

Content Protection by DMCA.com

1 COMMENT

  1. নির্লজ্জ বিবেক!
    লাকী ফ্লোরেন্স কোড়াইয়া ।
    বেশ প্রতিবাদি । বার্তাবহ । টানটান ভাবনার ফসল। কবিকে অজস্র ধন্যবাদ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here