অযাচিত স্মৃতির মেলার কবিতা “রোদের ফেরিওয়ালা ”। লিখেছেন তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা ।

490
তারুণ্যের কবি নাসিমা হক মুক্তা

রোদের ফেরিওয়ালা

               নাসিমা হক মুক্তা

শীতের শেষ প্রহরে
শিরশির মধুমাখা দলা পাকিয়ে
যে বুক -অার্তনাদ করেছিল
সেটা আজ রোদ ঢালা বগি নিয়ে ছুটছে
বৈশাখের লুকোচুরি মেলাতে….

অফুরন্ত স্বপ্নের বাঁকগুচ্ছের চরুটে
ঢেউ খেলছে –
রোদের ফেরিওয়ালা!

এ ডাল থেকে ঐ ডালের পাঁজর শুষে সবুজের গায়ে
ঠিক সেভাবে মানুষের আবেগগুলোও
তির তির কাঁপা ঠোঁটে জল ভরে
অথৈ ঢেউের স্তনের বোঁটায়
তারা শুধু ফল চায়, বৃক্ষ চায় না

সীমানার প্রীচার ভেদে সব চেটেপুটে খেয়ে
কালবৈশাখী ঝড়ের তান্ডবের মত
বমি ছড়ায়
জলছাপা হাজারো স্বপ্নের চোখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here