ভালোবাসর সংজ্ঞা
_____//গাজী মোসাঃ লতা ইসলাম
ভা–
ভালোবাসা সর্বনাশা মনের পুঁজি বেদনা
চোখের কোনে অশ্রু জল দুঃসহ যাতনা;
বুকের ভিতর আত্ম চিৎকার শুধুই কান্না।
কারণ-অকারণে ঝগড়া-ঝাটি
সর্বশেষ অচিন পাখি পালিয়ে যায় ছেড়ে ঘাটি।
লো–
লোকজনের কানাকানি
মান-সম্মানে পড়ে হানি;
জীবন মাঠে ভালোবাসা
কখনো পায়না সম্মানি।
তবুও মানুষ ভালোবেসে
আপনজনা ফেলে এসে
সাত সমুদ্র দিচ্ছে পাড়ি।
হায়রে সুখের ভালোবাসা
নিচ্ছে কেড়ে মনের আশা
তবুও আবার কারও কারও মিটেনা পিপাসা।
বা–
বাঁধন ছিঁড়ে পালায়
পাখি করে অবিশ্বাস;
দুমড়ে পড়ে মনের ঘরে বিশ্বাসের নিঃশ্বাস।
সারাজীবন ভুল করে
যায় ভুল মানুষের তরে
সন্দেহের উৎপত্তিতে ভালোবাসা কেঁদে কেঁদে মরে
কী পেলিরে ভালোবাসা
এই ভুবনে বল?
সন্দেহের কাঁটাতারে
শুধুই চোখের জল।
সা–
সাথী হয়ে সারাজীবন
দু’জন দু’দিকে
চোখের নীড়ে খুঁজে ফিরে,,,
হাজার লোকের ভিড়ে।
হাহাকারে মনের কোণে চোখে আসে জল;
কেমন করে ভুলে গেলি
এতো স্বাধের ভালোবাসা একটু আমায় বল!
-সমাপ্ত-