জীবন বোধের তাড়না প্রাঞ্জল শব্দে দ্বন্দ্ব মুখর কবিতা রুমকি আনোয়ারের “যাপিত জীবন ”। এখানে আবেগ কথা কয় ।

961
রুমকি আনোয়ার

“যাপিত জীবন “

             রুমকি আনোয়ার

এক সময় হৃদয়ে নদী ছিল
হাঁসেরা জলকেলি করত ।
এক সময় শব্দের বুনন ছিল
কবিতায় কথা হতো ।
মুক্ত বিহঙ্গের উড়াউড়ি ছিল
মগ্ন চৈতন্যে শিস দিত ।
আজ আপন আঁধারে নির্বাসন
নিশি জাগা কুকুরের আর্তনাদ ।
একটা নাম ছিল এক সময়
সময়ের হাত ঘুরে বেনামী জীবন ।
কিশোরী জীবনের ভোর গুলো
কেবল ই কাটা ছেঁড়া হয় ।
একটা কুঁড়েঘর তাও তো ঠিকানা
আজ বেশ্যালয় বালাখানা ।
একদিন অজান্তেই ভালোবেসে ছিল একজন
সে আজ রেল লাইনের সমান্তরাল ধারা ।
শিশিরে সিক্ত যে জীবন
রৌদ্রের তাপও সেখানে পড়ে না ।
মরা গাঙে জোয়ার আসে না
যাপিত জীবন আমার ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here