শুভ‌বো‌ধে কবিতা“রকমারি_ভালোবাসা ”লিখেছেন কবি নাসরীণ_জাহান_রীণা।

421
নাসরীণ_জাহান_রীণা ।

রকমারি_ভালোবাসা

                                 নাসরীণ_জাহান_রীণা

কেউ হারিয়ে খোঁজে ভালোবাসা
ভালোবাসা হয়েছে ফেরারি ;
কারো দুয়ার খোলা সমীরণের
অকাতরে নিচ্ছে সিনান করি ।

পরিযায়ী ভালোবাসা ভাসে কারো
অসীম নীলিমায় ;
বাহুডোরে কারো কাড়ি কাড়ি ভালোবাসা
চাঞ্চল্যে সাঁতরায়।

পিতার ভালোবাসার নাচন দেখো
পুত্র-কন্যার আদলে ;
হারালে সে ভালোবাসা পায় কিগো তা
অন্যকিছুর বদলে ?

আঁচলে খেলে শ্রেষ্ঠ ভালোবাসা
মমতা ভরা মায়ের ;
কোন কড়িতে কেনা নাহি যায়
অমন ভালোবাসার দায়ের ।

ভালোবাসা হয় বিকিকিনি কেবল
স্বার্থের গন্ধ যেথায় ;
নিঃস্বার্থতা বিহনে ভালোবাসা
কলুষিত বনে যায় ।

জায়া-পতির মধুর ভালোবাসা
বিশুদ্ধ যদি হয় ;
এর চেয়ে অধিক প্রশান্তি
আর কিছুতে নয়।

ইমান-আমল ঠিক রাখো যদি
খোদার ভালোবাসা পাবে ;
আলোকিত হবে জীবন তোমার
জান্নাতে স্থান হবে ।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here