ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “সম্পর্ক”

690
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-X

সম্পর্ক

বিশ্বজিৎ কর

 

সম্পর্কের ক্যানভাসে তোমার ছবি আর আঁকতে পারি না, শুধু সাদা-কালো আঁকিবুকি!
ভালবাসার আঙিনাকে অবজ্ঞা করেছ,
ভালবাসার কথা বলতেই পারোনি, হয়তো মন চাইতো!
অপ্রকাশিত ভালবাসা সম্পর্ক গড়ে না,
কত কবিতার জন্ম হয়েছে আলগা সম্পর্কের নড়বড়ে ভিতে,মেঘবালিকা তোমারই গন্ধমাখা!
মূল্য দিতে জানো না, দিতেও পারোনি!
কবির ভালবাসার অপমৃত্যু ঘটে গেছে,
চাপা আশঙ্কায়, লোকলাজে!
অযথা গড়ে তোলা সম্পর্কের খাঁচা থেকে মুক্তি দিলাম তোমায়, সাথী খুঁজে নিও!
জীবননাট্য মঞ্চে সব সংলাপ ভুলে যেও,
ব্যবহারের চাবুকে কবি রক্তাক্ত!!
রক্ত ঝরছে মেঘবালিকার বুক চিরে,
আবার কবিতা লেখা হবে নতুন সম্পর্কের সাদা কাগজে, হলুদ বসন্তের উঠোনে, নীলকন্ঠ পাখির সুরেলা গানের ছন্দে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here