ঈশ্বরদীতে দেশব্যাপী র্ধষন ও র্ববরতার বিরুদ্ধে সর্তীথ থিয়েটারের ভিন্নধর্মী মানব্বন্ধন

396

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌দেশব্যাপী ধর্ষন ও বর্বরতার বিরুদ্ধে সতীর্থ থিয়েটারের আয়োজনে আজ সকাল ১০ ঘটিকায় ঈশ্বরদী রেল গেট চত্বরে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বিচারে দীর্ঘসূত্রিতা ও সুষ্ঠু বিচার না হওয়ায় দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন-যাতে কেউ ধর্ষণ করার সাহস না পায়। আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, ধর্ষণের অপরাধে আইন মৃত্যুদণ্ড চাই। নারীর প্রতি পৈশাচিক আচরণ, নির্যাতন ও ধর্ষণরোধে আইনের সুষ্ঠু প্রয়োগ, দেশে সামাজিক প্রতিরোধ ও প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ও ‘সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’ প্রত্রিকার সম্পাদক ফজলুর রহমান ফান্টু
মানববন্ধন কর্মসূচি টি সভাপতিত্ব করেন আতাউর রহমান বাবলু – সভাপতি সতীর্থ থিয়েটার
ঈশ্বরদী , সতীর্থ থিয়েটার এর সাধারণ সম্পাদক রাশেদুল আওয়াল রিজভী এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলাপের সম্পাদক মানবধিকার কর্মী আশিকুর রহমান লুলু, সম্মেলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী শাখা র সভাপতি উপাধ্যাক্ষ ইসমাইল হোসেন , এছাড়াও উপস্থিত ছিলেন খালেদ সুজন সভাপতি ‘আলোর পথযাত্রী ‘ আরও উপস্থিত ছিলেন আশিকুর রহমান রুপম – যুগ্ন সাধারণ সম্পাদক, সতীর্থ থিয়েটার
শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক,সতীর্থ থিয়েটার কার্যনির্বাহী সদস্য নুর উদ্দিন রাজন,
মিন্টু,নভো,সমাপ্ত, সাইমন,রুদ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here