দৈনিক আলাপ ওয়েবডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যু রাষ্ট্র ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃত্ব, দৃঢ়তা ও নীতিনিষ্ঠতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
বেগম খালেদা জিয়া ছিলেন একজন মানবিক, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল মানুষ। জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা শুধু তাঁর পরিবার নয়—সমগ্র সমাজের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হবার নয়।
এই কঠিন শোকের সময়ে দৈনিক আলাপ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে । মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই—তিনি যেন মরহুমকে তাঁর অসীম রহমতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও সান্ত্বনা দান করেন।




















