ওপার বাংলার কবি অনিকেত মহাপাত্র এর কবিতা “নদী”

513
Doinik-Alap-Poem-Kobi-কবি-অনিকেত-মহাপাত্র-Kobita-কবিতা-নদী
কবি অনিকেত মহাপাত্র

নদী

অনিকেত মহাপাত্র

 

ধরুন মেয়েটির নাম নদী
নদী ইয়াসমিন হতে পারে
নদী বড়ুয়া হতেও
বাধা নেই
কিংবা নদী সান্যাল ,
মোটকথা সে নদী ।
চলছিল, ফিরছিল
বাস ছিল ভালো
আয়ত চোখ দিয়ে ।
বাঁধ এল , বাঁধ দিল
গর্জে উঠল নদী
সাবধান ,সাবধান
এক পাও না, একেবারে
পারল না ভাসাতে, ডোবাতে
সভ্যদের অনেক কসরত
হরেক কিসিমের শুদ্ধ বুদ্ধি
হাতে করে হানা
ওরা প্রস্তুত হয়ে এসেছে
নদী ?
আর কত ফুঁসবে
গর্জাবে কত আর
এই আশ্বিনে কাশের বনে
নদী মরে গেল…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here