সরাও ঘোমটা
সাহানুকা হাসান শিখা
হাতে নাও অস্ত্র, খোল বস্ত্র
কেটে দাও পুরুসাঙ্গ।
ধর্ষণ কি যে মজার খেলা
করে দাও এবার সাঙ্গ।
হঠাও বসন, সরাও ঘোমটা
হাতে নাও তরবারি।
দেখিয়ে দাও এই কাপুরুষদের
আমরা কি না পারি।
নারীদের তোরা কি পেয়েছিস ?
বদমাশ কুলাঙ্গার।
কে দিয়েছে জন্ম তোদের
ভাবলি না একবার।
চাই না আর শাসনতন্ত্রের
অন্যায় অনাচার।
নারীরা আজ তুলে নেবো হাতে
ধর্ষকের সব বিচার।
নারী নির্যাতন হবে না দেশে
অপরাধিদের সাজা।
লিঙ্গ কর্তন প্রকাশ্য দিবালোকে
আহা কি যে মজা।