” লিখাই পরিচয় “
——কয়েছ চৌধুরী
মুখটি দেখে নয় বন্ধু
লিখাই পরিচয়।
আবেগ দিয়ে নয় বন্ধু
বিবেকেই পরিচয়।
——— কেননা ———
তোমরাই জাতির মূল
আঁচলে ঘেরা চুল।
হও বৃষ্টির ছাতা
লিখ-যে আলোর পাতা।
কতো যে মনের কথা
বুঝে নাও অন্ধ জাতির ব্যথা।
——– যার ফলে ——–
পাবে যে আলোর দিশা
কাটবে আঁধার নিশা।
জাগবে স্মৃতি শক্তি
যেথায় কলম পাবে মুক্তি।
ফুটাবে আঁধারে ফুল
ভাংবে জীবনের ভুল।
গজাবে মুক্তির ফুল
বিদ্যানের কলমের কালি-
জাতি গঠনের মূল।