অগ্নিঝরা সেই উত্তাল মার্চ
হোসনে আরা রিতা
অগ্নিঝরা উত্তাল মার্চ
আকাশে উড়ছে যুদ্ধ বিমান,
চারিদিক কালোধূয়া অন্ধকার,
হাহাকার বুকের মাঝে।
আত্মচিৎকার চারিদিক
কে কোথায় পালাবে তার ছুটাছুটি,
বুকের মাঝে পুটলি নিয়ে
দিকবেদিক পাইনা খুঁজে ।
কত মা- বোনের আত্মচিৎকার
মুখরিত চারপাশ,
বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও
নরপিশাচের হাত থেকে।
আমি বাঁচতে চাই মরতে চাই না
আমাকে বাঁচা ও,
চারিদিক মিলিটারি বাহিনী
দাঁত বের করে হাসছে উচ্চস্বরে ।
ইশারায় বলে কেউ নেই
যে তোকে বাঁচাবে ,
আমি লুটিয়ে পড়ি মাটিতে
আর কাঁদতে থাকি উপরের দিকে মুখ করে।