সাইরেন
রত্নপ্রভা_গাঙ্গুলী।
আজব গড়ের পথিক আমি চলেছি তো চলেছি,
লাল ফুল টি গুঁজে খোপায় দিক দিশে ছুটছি।
ক্লান্ত হীন এক প্রান্তর থেকে আরেক প্রান্তে,
লড়াই করবে বলে জীবন যুদ্ধে সেই মাঠে।
নাকে নোলক টিক টিক ঘড়িতে,
শায়িত সজ্জায় তীব্র গতিতে।
কখন ও চেতন বা অবচেতনে,
সঁপে আসি লড়াই ক্ষেত্রে জেতার সংগ্রামে।
এই টুকুই দ্বায় ভার নিয়েছি আজি,
চালকের পথ টুকুন সুরাহা খোঁজে।
বিকট স্বরে কেঁদে উঠে প্রাণ,
কেপে কেপে ঘাট পথ মরুদ্যান।
কান চাপায় কেঁদে উঠে শিশুরা,
বুকে মার মাথা গুজে বাক হারা।
বোবাকান্নায় নিশ্চুপে অবলা জীবপ্রাণী,
নিজুমে শীৎকারে দাঁড়িয়ে দু নয়নে।
দৈব দূত এগিয়ে সামনে দুহাতে,
ভয় ভীতি পিছু ঠেলে দিবা রাতে।
অক্লান্ত গ্লানি ক্লীবে মানবের ভার কাঁধে যুদ্ধ রনে,
চলছি ছুটছি দিক দিশে আমি বাজিয়ে সাইরেনে।