বেলাশেষের গান
জেসমিন জাহান
অবশেষে একদিন শেষ হবে বেলা
পৃথিবীর কোলাহল পড়ে রবে পৃথিবীর পরে
ফুরাবে এ জীবনের সব হাসিখেলা।
চৈত্রের দাবদাহে ঘাম ঝরা তপ্ত দুপুর
আনমনে ডেকে যাবে কোকিলের সুর
প্রান্তরে দেখা দেবে আঁধারের ছায়া
নীলাকাশ ঢেকে যাবে ঘন কালো মেঘে
বৈশাখী ঝড়ে মুছে যাবে নিসর্গ মায়া।
অনন্তের কোনো একদিন
সবকিছু হয়ে যাবে স্বপ্নে বিলীন
দিবসের রৌদ্রজ্জ্বল আলো যাবে নিভে
গোধূলিরও হবে অবসান
তোমারেই খুঁজে নিতে চাঁদ জেগে রবে
আষাঢ়ে পূর্ণিমার তীব্র আবেগ
তোমারে তাড়িয়ে নেবে লুম্বিনী নগরে
কোনো এক অজানা রহস্যের মেঘ।
বাদলের জলে নেয়ে সুনীল আকাশ
পূর্বাশার আলোয় নিজেরে করিবে প্রকাশ
ক্ষুদ্র এ জীবনের ছোট ছোট স্মৃতি
বড় দামী মনে হয়, যেনো পুণ্যময় তিথী
মায়াময় সংসারে সবচেয়ে দামী
অনন্ত ভালোবাসা মিশে রবে জন্মান্তরে
তোমার ভেতরে জেগে রবে শুধু অন্তর্যামী।