“সাদা ধবধবে বক ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

439
“সাদা ধবধবে বক ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

সাদা ধবধবে বক

                  সাহানুকা হাসান শিখা

বৈচিত্রময় এই পৃথিবীতে কত কিছুই না গেলো ঘটে,
বড়ই আজব,রহস্যময় এই দিনগুলি বটে।
একটু অবসরে যখন খানিকটা ফিরে দেখি,
ইচ্ছা করে একটি বিরাট উপন্যাস লিখি।
কতকাল চলে গেলো,কত যে সুখ দুখের দিন
কত প্রিয়জন,কতো ভালোবাসা হয়ে গেল লীন।
সেই যে এক গোধুলীর সন্ধ্যার পর,
উঠানোর কোনে সাজিয়েছিলাম জীবনের খেলা ঘর।
লাল সবুজের মেহদি বাটে কিশোরী মেয়ে মিনি,
হাতে তার রেশমী চুড়ি, বাজে রিনিঝিনি।
হঠাৎ করে এসে বললাম আমি কুটবো মাছ,
সবাই কেমন অবাক হলো,একি উচ্ছাস!!
কৈ, টাকি, আর তেলাপিয়ার ছড়াছড়ি,
পিড়ীতে বসতে গিয়ে বেশ লজ্জায় পড়ি।
হঠাৎ করে বলে উঠলো সে,ওর খুব সখ
কুটুক না মাছ, সমস্যা কি? আকাশে উড়ছে বক।
সাদা বকটি ভেসে গেলো সেই কালের স্রোতে,
ভালোবাসাও চলে গেলো,অজানা কোন পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here