অপেক্ষা
ইরা দোলুই
একদিন ফিরে যাব এই সোনার ভূখণ্ড ছেড়ে/
অলৌকিক ধোঁয়াশার ভিতরে সূক্ষ্ম শরীরে !/
সেদিন অকস্মাৎ যদি দেখা হয় তোমার সাথে
এমনই কি থাকবে নীরবে জোড়া ঠোঁট চেপে ?
যতোবার মুখোমুখি হয়েছি নীরব ছিলে
মুখফুটে বলোনি তোমার ভালোবাসার কথা!
বলেছিলে “তোমার সামনে এলে ভাষা হারায়”!
বুঝিনি প্রেম কেবল গোল্লা চোখে তাকিয়েছিলাম!
কখন পথের ঠিকানা বিপরীত দিকে হাঁটলো
কখন জল তরঙ্গের ঠুংরি টুং টাং শব্দ করলো
হিসাব রাখিনি কেউ, শুধু কিছু মধুর স্মৃতি
নির্জন মনের কুঠুরির বাবুই বাসার জোনাকি!
দিনশেষে কবিতার বুকে টিমটিম নেভে জ্বলে !
শুধু জানি বিকালের পাখি বড়ই নিঃসঙ্গ!
১৭/১৬ শম্ভুনাথ দাশ লেন
কলকাতা-৫০ / সিঁথি