“হেমন্তের চিঠি” লিখেছেন কলমযোদ্ধা- রেবেকা রহমান

430
“হেমন্তের চিঠি” লিখেছেন কলমযোদ্ধা- রেবেকা রহমান

হেমন্তের চিঠি

রেবেকা রহমান

অর্বাচীন

কাঁচাপাকা ধানের শরীর জুড়ে শিশিরের ধ্যান! উত্তুরে বাতাস ঢেউ জাগিয়েছে মনে, নাকের নোলক দোলাতে
এসে গেলো যে হেমন্ত। জোয়ারের নদীতে এঁকে যাচ্ছি অনিবার্য প্রেমিক তোমায় —
আদিগন্ত ছেয়ে গ্যাছে হিমসকাল! লোধ্রফুল হেসে উঠছে, পদ্মফুলের ম্লান হবার পালা। অপেক্ষার শেষ উত্তর কোথায়? ফলন্ত, ধান্য হেমন্তের স্তুতি, বন্দনায় কি জন্মান্তর ঘটবে আমাদের?
জানিও
ইতি হেমন্তিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here