হেমন্তের চিঠি
রেবেকা রহমান
অর্বাচীন
কাঁচাপাকা ধানের শরীর জুড়ে শিশিরের ধ্যান! উত্তুরে বাতাস ঢেউ জাগিয়েছে মনে, নাকের নোলক দোলাতে
এসে গেলো যে হেমন্ত। জোয়ারের নদীতে এঁকে যাচ্ছি অনিবার্য প্রেমিক তোমায় —
আদিগন্ত ছেয়ে গ্যাছে হিমসকাল! লোধ্রফুল হেসে উঠছে, পদ্মফুলের ম্লান হবার পালা। অপেক্ষার শেষ উত্তর কোথায়? ফলন্ত, ধান্য হেমন্তের স্তুতি, বন্দনায় কি জন্মান্তর ঘটবে আমাদের?
জানিও
ইতি হেমন্তিকা