খোলা চিঠি
হোসনেয়ারা বেগম
অনুপম
বহুদিন পর
নাহয় আজ পুরানো সেই নাবলা কথাটাই বলি।
বলি বলি করেও নিদারুণ দুঃখে
যে কথাটি জমাট বেঁধে আছে শতাব্দীর বুকে
মনে কি পড়ে তোমার?
কোন এক ধূসর বিকেল
পাখির ঠোঁটের একগোছা তন্তুজ
যেন নেশার পেয়ালার ফেনিল উত্তাপ
জ্বলে ওঠে তোমার দু’চোখ!
নীড়ের রসনায় উথলে পড়া একমুঠো সোনালী রোদ্দুর
ছুঁয়ে দিল আমার অমল অকরুণ ঠোঁট।
অথচ ভালোবাসার কথা বললে না বলেই
বুকের গহীনে ফুসে উঠে অভিমানের ঢেউ
উত্তাল অশান্ত মনের বোঝাপড়ায় তখন পিছু হাঁটে জীবন।
বলো তো অনুপম
ভালোবাসা ছাড়া হয় কি নীড়ের বন্ধন?