★★*ভাবছি অবিরত★★
গাজী মোসাঃ লতা ইসলাম
***************************
এমন যদি হতো
এক নিমিষেই মুছে যেতো
হৃদয়ের সব ক্ষত।
থাকতো না আর দুঃখ ব্যথা
সাগর জলে ধুইয়ে আমি দিতাম অবিরত।
এমন যদি হয়
হাতের ছোঁয়ায় এই পৃথিবী
করা যেতো জয়।
দুঃখ গুলো ঝেরে ফেলে
গানের মেলার সুরে সুরে
আনন্দে তে থাকতো মেতে এই দুনিয়া ময়।
এমন হবে কি?
জগৎ মাঝে আমরা সবাই
থাকবো হাসি খুশি।
দুঃখগুলো মুছে দিয়ে ভালোবাসার মন্ত্র দিয়ে
গড়া যেতো এক সুখের পৃথিবী।কত কথা ভাবছি আমি
কেউ করেনা মানা
পাখির মতো থাকতো যদি আমার দুটো ডানা!
মেঘমালা আর পাহাড় -পর্বত
দেখতাম ঘুরে আগ্নেয়গিরি
দেখতাম ঝর্ণাধারা।
ভাবছি বসে অবিরত
কেমন করে আসে বৃষ্টি,
হয় কি কভু আকাশ ক্ষত?
কেমন করে চাঁদের আলো
দূর করে দেয় রাতের কালো
দিনের বেলায় সূর্য আবার ছড়িয়ে দেয় আলো!!