“আত্মসংহার” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিকাশ চন্দ

403
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিকাশ চন্দ-Kobita-কবিতা-আত্মসংহার
কবি বিকাশ চন্দ

আত্মসংহার

বিকাশ চন্দ

তোমার আমার বন্দী দশার ক্ষণ
বাধা ছিল চোরা বালির তট—
এ ভাবেই খুনসুটি জমেছে বিলক্ষণ
তবুও নিবিষ্ট তোমার আঁখি পট

হৃদ কমলের স্পর্শ টুকু নষ্ট প্রহর—
কুসুম তার বর্ণে চেনায় সুগন্ধ,
শুকনো সময় মৌসুমী স্নিগ্ধ গহ্বর
মুণ্ডু বিহীন আমি তো এক কবন্ধ।

বহুবার ভেসে গেছি মাটি জলের স্রোতে—
নাস্তিক বলে চলছে কপট খেলায়,
সংকেত ছিলনা চলনে বলনে বিলীন ক্রোধে
অর্ধ ভুক শরীর স্নিগ্ধ সৌর বেলায়।

একটা সময় গিলে ছিল অমৃতের স্বাদ
কেউ বলেনি চলো আবার অন্ধকূপে,
আত্ম বলিদানের জন্য মৌন প্রতিবাদ—
অরূপ কথন জ্বালিয়ে দিচ্ছে আগুন রূপে।

ঘাত প্রতিঘাত স্বৈর প্রহর গুনছে কেবল—
কার জন্য স্বগত সংলাপ ইচ্ছে তাহার,
অবরোহন কাল জেনেছে তীব্র বিষের ছোবল
নির্নিমেষ তাকিয়ে দেখেছি আত্ম সংহার।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here