নান্দনিকতার একটি অনবদ্য অনুভূতি “আবছায়ার অন্তরালে ”কবিতাটি লিখেছেন কবি- আয়েশা মুন্নি।

521
“আবছায়ার অন্তরালে ”কবিতাটি লিখেছেন কবি- আয়েশা মুন্নি।
কবি- আয়েশা মুন্নি।

আবছায়ার অন্তরালে

                                 আয়েশা মুন্নি 

রাত্তির ঘন আঁধারে
নির্জনতার শব্দগুলো…
মন খারাপের বৃষ্টিতে
চুপিসারে গড়ায় …।

গহীন সে চোখের তারায়
আছে এক সমুদ্র জল,
আর সে গহ্বরে
একরত্তি আকাশ।

করতলে রাখি সুখ
ঠোঁটের কোণে চাঁদের হাসি,
আবছায়ায় থাকে ছায়ার কঙ্কাল
ফের রাত পেরুলেই অন্য আমি।

বহমান জীবনের চোরাস্রোতে
ভেসে থাকে বিরল প্রত্যাশা,
জমে থাকে যোগবিয়োগের
অমিমাংসিত ভুল হিসেব।

রাত পোহালেই
কফির বাদামী রঙে চুমুক দেই,
ভুলে যাওয়ার অভিনয়ে পারদর্শি
মধ্যরাতে অলৌকিক ধোঁয়া…

আরোগ্য সাধনে ব্যস্ত জীবন
চোখ ভর্তি ঘুমের পিপাসা,
তামাটে আকাশের স্বপ্ন বাঁচে
আমার বিষণ্ণ জীবন…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here