প্রার্থনা
ফাহমিদা ইয়াসমিন
বিশ্বজুড়ে আজ হাহাকার
মেঘের ঘনঘটা
দিক হারা মানুষ জাতি
ক্ষমা করো হে রহমান
তুমিই পারো দিতে সমাধান।
চারদিকে লাশের মিছিল
আহত স্বজন
তুমি দয়াময়
তুমি মহান দয়া করো হে রহমান।
তুমার করুনা ছাড়া সব নির্বাক
আকাশে বাতাসে মানবের চিৎকার
রহম করো করোনা ভাইরাস থেকে
কবুল করো প্রার্থনা।