এ কোন অনাদি বন্ধন ?
রোজী নাথ
ভুলেই তো যেতে চেয়েছিলাম অদৃশ্য সেই বাঁধনকে।
সে আর পারলাম কোথায় বলো?
সেই অনন্তকালের জপের মালা হয়েই তো রয়ে গেলে আমার সারা অন্তরের পরতে পরতে।
বারে বারে ভুলতে চেয়ে যতই সমুদ্রগামী হতে চেয়ছি;
বহু দূরের নীলাচল সুখে যতই বিভোর হতে চেয়েছি ,
ততই শয়নে স্বপনে আমাকে তুমি শ্রীরাধিকার আঁচলে এনে দিয়েছো।
এড়িয়ে যেতে চেয়েছি যত ,
ততই যে পুরোনো স্মৃতির পাতাগুলো আরো বেশি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমাকে করে দিয়েছে নীল দিঘির আয়না।
এ কেমন টান ? এ কেমন অদৃষ্ট বন্ধন ?
সর্বশক্তি দিয়ে আমার সব স্মৃতির ডাইরী মুছে নিতে চেয়েও অবলীলায় আবার হাতে তুলে নেই সেই রঙ তুলি।
কেন যে বারে বারে সামনে এসেই দাঁড়াও প্রতি পদে পদে?
এ কি কোনো ভ্রম , নাকি মন ভ্রমরার গুঞ্জরণ ?
নিজেকে এক ঘোরের রাজ্যেই আবিষ্কার করি
তুমিময় সেই মায়াবী ইন্দ্রজালিকার রাজ্যে।
যতটাই দূর দ্বীপবাসিনী হতে চেয়েছিলাম ,
ততটাই তো বাঁধা পড়ে গেছি তোমার অনন্ত পরিধিতে।
কি শিরোনাম দেবো বলো এই বাঁধনের?