রক্ত দিয়ে লেখা
সাহানুকা হাসান শিখা
রক্ত বৃষ্টি ঝরছলিলো সেই রাতে,
বিদ্যুৎ চমকানো মেশিনের ডাক।
কারা যেন আসছে,প্রাণ গুলো নিবে কেড়ে।
ছিলো না কোন নৈশ প্রহরীর হাঁক।
ভয়ে গলা শুকিয়ে গিয়েছিলো অবুঝ বালকের
পানি, পানি দাও, আমি পানি খাবো,
পানির বদলে রক্ত ঢালে মুখে।
ঘাতক দালাল দেশের শত্রু ছিলো,
তাই স্বপরিবারে জাতীর পিতাকে ধ্বংস করলো।
দেশ স্বাধীন করলো মহাকালের মহানায়ক,
তার জয়গান গাওয়ার ছিলো না কোন গায়ক।
পারে নাই চিনাতে রত্ন,তাই ছিলো অযত্ন।
শোক গাঁথা এই অগাস্ট মাসে,চোখে জলে ভাসে,
বঙ্গকন্যা শেখ হাসিনার কেউ ছিলো না কাছে।