ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “ভবিতব্য”

517
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-ভবিতব্য
কবি বিশ্বজিৎ কর

ভবিতব্য

বিশ্বজিৎ কর

 

উদভ্রান্ত এই বর্তমান যুগে,
স্রষ্টা বুঝি বেসামাল হয়ে পড়েছেন!
এ কোন্ সকাল, নিকষ কালো অন্ধকার রাতের চেয়েও ভয়ংকর! “মানুষ মানুষেরই জন্য “-ধর্ষিত!
লেনদেনের ফিসফাসে রাতের মধুর নৈঃশব্দতা ছন্দহীন! রক্তের আলাপন প্রকাশ্য রাস্তায়, স্বেচ্ছাচারিতার কশাঘাতে!
ক্রিকেটের উচ্ছ্বাস চিয়ার্স গার্লের নাভিতে!
সান্ধ্যকালীন ঐতিহ্য সিরিয়াল-বিষে নীলাভ!
রিয়ালিটি শো ইনটেলেকচুয়ালিটির মাপকাঠি!
মাদকদ্রব্যের সহজলভ্যতায় যুবসমাজের অধঃপতন!
ভেজালকারবারির দল ইলেকশন-ফান্ডের এ টি এম!
প্রতিবাদ, পাইয়ে দেওয়ার মশলায় নুয়ে পড়ছে!
“কলম” বিক্রি হচ্ছে!
ওরা বলছে-“ভেঙে পড়বেন না, দিন আসবে!”
শিরদাঁড়া যাচ্ছে বেঁকে, পাইয়ে দেওয়ার চাবুকে!
ঐ শুনুন, উল্লাসধ্বনি!
হ্যাঁ, উইকেট পড়ল…..
আতাগাছে তোতাপাখি বসে না,
কালপেঁচার আর্তস্বর!
খাঁচায় বন্দী পাখি শেখানো বুলি বলেই চলেছে –
“কে এল? কে এল?”
তবে কি “ঝড়” আসছে???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here