“জীবন তরী”
শামীমা আকতার বৃষ্টি
জীবনের এই পথ যদি হয় বাঁকা।
মানুষ কি কখনো থাকতে পারে একা?
পলকে-পলকে জীবন যায় বদলে,
হাসি-কান্নার মিলনে।
আলো-আধাঁর আছে বলে
তবু সময় থাকেনা থেমে,
দিনের শেষে রাত্রি যেমন আসে,
দুংখের পরে সুখ যেন ভাসে।
শিশু যেমন জন্ম নিয়ে পৃথিবীতে আসে,
তেমনি করে কখন আবার মৃত্যর কোলে ঢলে।
জানেনা কেউ জীবনে কখন কার,
কি ঘটবে জীবনে আবার?
তবু ও এভাবে জীবন তরী চলে যায় নিরবে,
বয়ে যায় নিজ গতিত।