বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-চায়না পারভীনের নির্বাক অন্তরের কবিতা “মাকড়সার জাল”

395
কবি-চায়না পারভীনের নির্বাক অন্তরের কবিতা “মাকড়সার জাল ”

মাকড়সার জাল
চায়না পারভীন

তোমারে কী কখনও ভালবাসিয়াছিলাম?
হয়তো বেসেছি, হয়তো না।
তোমারে কী কখনও দেখিয়াছিলাম
হয়তো দেখেছি, হয়তো না।

তবু কেন?
বারবার মনে হয় তুমি কতো চেনা।

একদিন স্বপ্নে অনেক বিপদে
নিশ্চুপ বোবা হয়ে গেছি
কোনো কথা বলতে পারছি না
অঝোরে কাঁদছি আর কাঁদছি ।

মাথায় একটাই চিন্তা
কি করে এ-ই মাকড়সার জাল থেকে বের হব আমি,
চতুর্দিক থেকে দেয়া আছে বেষ্টনী।

একপলকে কোথা থেকে এলে
নিমিষেই হাত ধরে পাড় করলে।

তোমারে কী কখনও ভালবাসিয়াছিলাম?
হয়তো বেসেছি! হয়তো না।
তবু কেন?
মনে হয় তুমি কতো চেনা।

সর্ষেফুল ঠিক জানে
ভ্রমর এসেছিল তার মনে।
তোমারে কী কখনও দেখিয়াছিলাম
হয়তো দেখেছি স্বপ্নে।
হয়তো, মনের মাধূর্য মেশানো
শরতের গগণে ।

তোমারে কী কখনও ভালবাসিয়াছিলাম?
হয়তো বেসেছি, হয়তো না
তবু কেন?
বারবার মনে হয় তুমি আমার কতো চেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here