চাই আলোর মশাল
সাহানুকা হাসান শিখা
আমি তাঁকিয়ে থাকবো
কাল মহাকাল।
অপেক্ষায় অপেক্ষায় আর অপেক্ষায়
হাতে আলোর মশাল।
আমি চাই একটি শান্ত পৃথিবী,
সূর্য্য উঠবে রক্ত লাল।
আমি শীতের আগমনে চাই
উষ্ণ রেশমী শাল।
আমি শ্রাবন ভাদ্র মাসে তাই
মিস্টি পাকা তাল।
আমায় কি এনে দেবে এমন ক্ষণ?
নেই কোন জরা নেই কম্পন।
আমি যে আর চাই না লাশের মিছিল,
স্বজন হারানোর আত্মচিৎকার।
স্বপ্নে দেখ না দেখি কোন কবর,
কতো বিভৎস এই সৎকার।
একটি তিমির রাতের পর
আসে আলোকিত ভোর।
জীবনটাই এভাবে সাজানো,
কখনও মেঘ কখনও রৌদ্দুর।