কবি-এ এইচ জিহান মৃধা এর অনন্য সৃষ্টি কবিতা “অসহায় পৃথিবী ”

398
কবি- এ এইচ জিহান মৃধা এর অনন্য সৃষ্টি কবিতা “অসহায় পৃথিবী ”

অসহায় পৃথিবী

    এ এইচ জিহান মৃধা

একটি শুভ্র ভোরের অপেক্ষায় গোটা পৃথিবী!
নব রবি`র আগমনে চেয়ে আছে বিধস্ত পৃথিবী।
জনজীবন বিপর্যস্ত পরাস্ত অদৃশ্য মায়া শক্তি,
কোনো কিছুই বদ করতে পারছেনা নিষ্ফলতা।
ক্রমশই মৃত্যুর মিছিল নতুন রেকর্ড গড়ছে,
তীব্রবেগে সংক্রমিত হচ্ছে একের পর এক দেশ।
চালিকা শক্তি ব্যাবসা বানিজ্য রুদ্র অর্থনীতি,
হাহাকার ক্ষুধার্ত চিৎকার অজস্র শব্দ ধ্বনি।

প্রতিটি দেশ লক ডাউন হচ্ছে কারফিউ জারি,
সমগ্র বসুমতী গ্রাস করলো অদৃশ্য মহামারী।
মস্ত বড় সড়ক গুলো ধুধু মরুভূমি
নেই কোন হাঁক-ডাক জনমানব চিৎকার,
শান্তির ঘুমে নিমজ্জিত অসহায় পৃথিবী।
জনক জননীর মৃত্যু দেখে সন্তান ফেলে যাচ্ছে,
সন্তানের মৃত্যু দেখে জনক জননী ফেলে যাচ্ছে।
শেষ বিদায় মিলছে না আত্মীয় স্বজনদের দেখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here