সমকালীন আধুনিক কবি-নাসরিন জাহান মাধুরী এর কবিতা “ব্যথা”

505
সমকালীন আধুনিক কবি-নাসরিন জাহান মাধুরী এর কবিতা “ব্যথা”

ব্যথা

নাসরিন জাহান মাধুরী

আমের বোলের গন্ধে যেমন
পাখিদের ঐ কিচির মিচির শব্দে তেমন
ঝিকিমিকি পাতার কোণে
হঠাৎ কেমন মনকে পোড়ায়..
যে চাওয়াটা ব্যথায় কাঁদায়..
যে চাওয়াটা আমার ছিলো
যে স্বপ্নটা আমার থাকে..
কেমন করে হারিয়ে যায়..
গহন মনের ক্ষরণ হয়ে
সদাই হাসায়
সদাই কাঁদায়..
সেই চাওয়াটা ব্যথায় কাঁদায়..
সেই ব্যথাটা কেউ দেখেনা
কেউ জানে না কেউ জানে না
সেই ব্যথাটা ব্যথাই জানে
যেই ব্যথাটা অহর্নিশি কাঁদিয়ে যায়
খুব গোপনে খুব গোপনে সেই ব্যথাটা..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here