ছবি
বিজিত গোস্বামী
ছবির ভেতরে সুপ্ত এক কাহিনী লিখছে ইতিহাস
হাঁড়মাংস গতর খেটে মরা বাস্তব সত্য
তারপরও ছবি কথা বলে,অতীত খোলস বদলায়
ভরসা গুলোকে জড়ো করে এ ছবি সেঁটে থাকে দেয়ালে
জীবনের তালে তাল রেখে হাসিটা বেঁচে থাকে
অপলক দৃষ্টি,কিছু চাইছে?
যুদ্ধ যুদ্ধ খেলা সামনে বেইমান শহর মাথা তুলে আস্ফালন
এ শহর দেখছে তার ছবি; কখনো গর্জমান আওয়াজ
আবার কখনো মরমি দরদ হাত দুটো অঙ্গীকার
আজ খুব ইচ্ছে ছবির পাশে দাঁড়ানোর,দেখি তার ঘুম স্বপ্ন
নদীর পারে সখ্যতার আরেক নাম এ ছবি— নদীটা ইতিহাস সাক্ষী।
ভরা গাঙে হাজার প্রশ্ন তুলে লেখা এক ইতিবৃত্ত—
ছবিটা আবার কথা বলুক—
মানবতার জয় জয় গান আর শৃঙ্খল মুক্তির আহ্বান
পঙ্গু জড়তা নিপাত যাক্
(চলো) ছবিকে ভালোবাসি,পরম তৃপ্তির হাসি নিরাভয় অহংকার
লক্ষ্য স্থির, ছবি তাই জীবন্ত কথা বলে।