কলমযোদ্ধা-সৈয়দা মাকসুদা মনির অসাধারণ শব্দ চয়নের কবিতা “লক্ষ্মী সোনা”

236
কলমযোদ্ধা-সৈয়দা মাকসুদা মনির অসাধারণ শব্দ চয়নের কবিতা “লক্ষ্মী সোনা”

লক্ষ্মী সোনা
সৈয়দা মাকসুদা মনি

স্বামী বলেন আমার নাকি
লক্ষ্মী বৌয়ের গুন,
তরকারিটা লাগছে মজা
অনেক দিছি নুন।

মশলা পাতি ঠিক থাকলে
গুন দেখাবো আরে-
দেখবো এবার গুনের কথা
বলতে কত পারে।

এইতো সেদিন ইলিশ মাছে
দিলাম আমি জিরা,
সেদিন‌ও কয় স্বাদ হয়েছে
মধুর মত প্রিয়া।

পাঁচ ফোড় দেই চিংড়ি মাছে
টমেটো দেই সাথে,
তারপরও সে রাগ করেনা
সালাদ নিয়ে পাতে।

শখ করিয়া চেউয়া মাছে
রাখছি যেদিন ঝোল,
ভাতের সাথে খাইয়া বলে
তোমার গাট্টি গোল।

মান করেছি মান করেছি
তাঁর সাথে আজ আড়ি,
তারে ছেড়ে চায়না যেতে
মনটা বাপের বাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here