ইদানীং
রিয়া দেবী
বাইরের দেয়ালে রঙ মেখে চলতে হয়
ফ্যাকাসে মুখগুলো বড় বিচ্ছিরি লাগে
আজকাল আবার যখন তখন বৃষ্টিও আসে
ধুয়ে যায় সম্পর্কের চাকচিক্য।
জানালার ধারে রাখা একজোড়া চোখ
আমাকে ডাকে লাল টিপ পরাবে বলে
রং মাখবো রক্তশূন্য গালে আর ঠোঁটে
প্রজাপতি চুমু খায় সাজানো বাগানে।
টিকটিকি রোদ হাঁটলে আলোর স্থানচ্যুতি,
কিছুটা ধরে রাখি রশ্মিপাতে,সন্ধ্যার প্রয়োজনে
বিপর্যয়ের সম্ভাবনায় আজকাল সতর্ক থাকি
পর্যাপ্ত রসদ জমা রেখেই তোমার কাছে আসি।