অচেনা অথিতি
সাহানুকা হাসান শিখা
হঠাৎ এসে নাড়লে কড়া
হলাম আমি দিশাহারা।
কি নিবো আর রেখে যাবো
মনটা পাগলপারা।
ডাকছে যেনো কে ঐ দূরে
নীল সাদা বিশাল অম্বরে।
আমি কি যাবো অচিন পুরে ?
আমার মনে বড্ড ভয়,
কি জানি কি হয়!!
অতীত আসে তার হিসাব নিয়ে,
বর্তমান আছে তামশা হয়ে।
ভবিষ্যত এই দাড়িয়ে দুয়ারে।
আহা রে বন্ধু আহারে।
এত সুখ,এতো গর্ব অহংকার
এবার হয়ে যাবে ছারকার।
ট্রেনটি থামবে না,জ্বলবে না বাতি,
নেই তার বিরতি,কেবলই তিমির রাতি।