সাম্য দর্শনের কবি-শারমিন আ-ছেমা সিদ্দিকী এর অনন্য সৃষ্টি কবিতা“হেমন্তের বাতাস ”

439
সাম্য দর্শনের কবি-শারমিন আ-ছেমা সিদ্দিকী এর অনন্য সৃষ্টি কবিতা“হেমন্তের বাতাস ”

হেমন্তের বাতাস

শারমিন আ-ছেমা সিদ্দিকী

হেমন্তের বাতাসের দোলে
যে বাঁশি বাজতো প্রাণে,
নবান্নের ধান তুলে
উৎসবে আপন মনে।

তোমাকে পাশে রেখে যে আমি
কতো কি ভেবে হই আকুল,
কোথায় তুমি হারিয়ে গেলে
কেঁদে কেঁদে আমি রই ব্যাকুল।

আমার দুয়ারে রঙের বাহার
করতে দিব পিঠা আহার,
বসতে দিব শীতল পাটি
কন্ঠে আমার সুর তোমার।

যখন আমার হৃদয় পটে
শুধু তোমার ছবি আঁকি ,
ধন্য আমার জীবন খানি
আমি তোমার মাঝেই থাকি।

মৃদু মৃদু ঠান্ডা হাওয়া
আমায় দেয় শীতল ছোঁয়া,
নীল আকাশের দিগন্তে দেখি
তোমার নীলাভ মায়া।

যাই হারিয়ে তোমার সাথে
সকাল সন্ধ্যা সাঁঝে,
তোমার আমার কাব্য কথা
হৃদয় দুয়ার মাঝে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here