সাম্য দর্শনের কবি- সালমা খাতুন এর অনন্য সৃষ্টি কবিতা“ভালবাসা কারে কয় ”

393
সাম্য দর্শনের কবি- সালমা খাতুন এর অনন্য সৃষ্টি কবিতা“ভালবাসা কারে কয় ”

ভালবাসা কারে কয়?

  সালমা খাতুন 

মনের গহীনে নিজের অজান্তেই হয় ভালবাসার সৃষ্টি।
চোখের কোনে তাই বুঝি সৃষ্টি হয় ঝরঝর বৃষ্টি।
মন তুমি কেন কর অবলীলায় এত আনচান।
ভালবাসা ছাড়া তবে কি সবই অর্থহীন মনপ্রাণ।
ভালবাসা কি রং তোমার নিবাস কি তোমার আকাশে।
মনের মাঝে বিচরণ করে লুকিয়ে পর তাই বাতাসে।
ভালবাসা সেতো এক রঙীন খামে মোড়ানো টুকরো চিঠি।
কখন মনে দাগ কেটে যায় লাগেনা কোন তিথি।
ভালো থেকো ভালবাসা বুঝিনা তোমার রীতিনীতি।
চাইলে কেন পারিনা আমি তোমার থেকে টানতে ইতি।
কবে, কখন, কোথায় শেষ হবে এ ধরনীতে পথচলা।
হয়তো বা দেখতে পাব না ভালবাসা তোমার রঙশালা।
কত পথ ঘুরলে তুমি কত চেনা জানা অসীম কল্পনা।
ভুলিনি তোমায় একেঁ যাই আমার মনের ক্যানভাসে আল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here