জীবন যেমন
মধুছন্দা গাঙ্গুলী
জীবনরূপী টলোমলো সাঁকোয় বসে আছি,
আশা-দুরাশার ঢেউয়ে দুলে উঠছে জীবন,
এতো তাড়াতাড়ি ফুরাতে চাই না….
অমরত্ব..তাও চাই না!
ওই খরস্রোতা নদীর ওপর শীর্ণ সাঁকো,
মনটা রোমাঞ্চিত হয়ে ওঠে,
ধূর্ত সাঁতারুর মতো নদীতে ঝাঁপ দিতে ইচ্ছা হয়,
কিন্তু সাঁতরে ওঠার কৌশল তো জীবন আমায় শেখায়নি!
চতুরতা তো আমার থেকে দূর অস্ত!
আমার সম্বল শুধু নীলাকাশের আভিজাত্য রূপী ভালোবাসা…
যে ভালোবাসায় চন্দ্র সূর্য্যও থই খুঁজে পায় না!
আমার দেহ,আমার মন,আমার দৃষ্টি,সব নিমজ্জিত ভালোবাসার কাছে!
এরই মধ্যে খুঁজে চলেছি আমার কাম্য কামনা!
এখানেই যে আমার আজন্ম পূর্ণতা।