মনের গহীনে
ফাহমিদা ইয়াসমিন
যাদুর তুলিতে অঙ্কন করে রেখেছি
তোমার নাম তোমার হাসি ও ভালোবাসা
বুকের অন্তহীন গহীনে তোমাকে রেখেছি
চোখের পাতার কাজল রেখায় তুমি আছো
আমার মায়াবী আঁচলে বেঁধে রেখেছি তোমায়।
নীরব চোখের ভাষায় আছো পলকে পলকে তোমায় দেখি
আমি কখনই ভাবিনি
তুমি আমাকে এতো ভালোবাসবে
আর আমিও যে তোমাকে বাসবো
কী থেকে কী হলো
মনের অজান্তে মনের গহীনে বসে গেছো ওগো প্রিয়।
আমরা একে অপর থেকে অনেক দূরে বাস করি
তারপরেও এক আস্থায় মিশে আছি
তাহলে কি এইটাই প্রকৃত ভালোবাসা?
আমরা একে অপরকে জানতে পেরেছি
চিন্তাহীন শংকাহীন প্রেমে আমরা আছি
একে অপরের সাথে।
আজকাল যেভাবে ভালোবাসা হয়-
সে অনুপাতে আমরা কিন্তু আত্মার সাথে,
আমাদের দেহের সাথে মিশে আছি।
এখন আমি চোখ বুঝেই বলতে পারি
তুমি কি করছ তোমার চলার আকার আকৃতি
তোমার ভাল মন্দ সব বলতে পারি।