সুখে আছি
বিজিত গোস্বামী।
একটা অভিনব যন্ত্রণা,তার মধ্যেও একটা স্টাইল
একটা বিশ্বাস রাজার রাজা সেজে বলে
আমি বেশ সুখে আছি।।
নিজের ভেতর উষর পরিতাপ গুলো জমাট হেসে
দুঃখ ভুলতে মরিয়া প্রয়াস
যৌবন পেরিয়ে ষাটঊর্দ্ধো নামতা শিখছি—
তারপরও বলব সুখে আছি।।
পাথর কুড়ুতে আমার বেশ লাগে; রঙিন সাদা আরও কত!
স্ফটিক জলে পাথর লুকিয়ে দেখে—
এক নিষ্পেষিত মানুষের কবর—
যন্ত্রদানব সেজে শুয়ে আছে;চাপচাপ নীরব পাথর হয়ে
এবার সত্যিই বলতে হয়,বলব তো?
আমি ভীষণ সুখে আছি।।