তোমার অজানা
বিশ্বজিৎ কর
নীরবতারও শব্দ থাকে ,একেবারে মনের ভাষায়!
কতকিছু ভেসে ওঠে, আড়ভাঙ্গা সকালের মাদকতায়, অতীত উঁকি দিয়ে যায়….
ভালবাসার মানুষগুলো পিছুটান দেয়!
মনের খাঁচায় বন্দী পাখি ছটফট করে,
তরঙ্গায়িত বাতাবরণে কানে আসে পাখির গান-
“আমি আজও আছি তোমার সাথে,
ঝরাপাতা রেখেছি যত্ন করে!”
ভালবাসার দিগন্তবিস্তৃত মাঠে খোলা হাওয়া ছুটে বেড়ায়, সাঁঝবেলায় বয়ে যাওয়া বেলায়,
দূরের তারার পানে চেয়ে জ্বালিয়ে রাখা আকাশপ্রদীপের আলোয় আজও দেখি তোমায়!
না গো, তুমি জানতেও পারো না!