জোৎস্নার ছায়া
রুমকি আনোয়ার
উড়বো বলেই শ্বেত কপোতের মতো যুগল হতে চেয়ে ছিলাম
তুমি অজানাতে আর আমি –
চক্রব্যূহ ভেদ করতে গিয়ে মুঠো খুলে দেখি ফাঁদ
সব সব সরে গেছে আজ ।
কাছে এসে সরে গেছে দূরের ভাবনা গুলো
রয়ে গেছে অলীক স্বপ্নের যতি চিহ্ন যতো ,
দূরাগত ট্রেনের হুইসেল , গীর্জার ঘণ্টা ধ্বনি
ঝরে গেছে মাধবী লতা , ঝরে গেছে সব ।
আমি তো দিয়েছি খুলে মৃত্তিকা আবাসন
খুঁজে নিতে তোমার বুকে সমুদ্র গ্রহন –
নিশ্চিত করেই জানি এ হাত ঈশ্বরের
সভ্যতার সূচনায় আগুন দিয়েছে এ হাত –
উদ্যত প্রেম আকাশের ওষ্ঠ ছোঁয়
বুকে তীর্থ চুম্বন ।
সেই চোখে চোখ রেখে বলতে পারি নি কিছুই
ভালোবাসার অভিষেক শুধুই অশ্রুর সাম্পানে ,
জীবনের পাণ্ডুলিপি উড়িয়ে দিয়েছি বাতাসে
প্রেমিক – প্রেমিকার সমবেত সঙ্গীতে এক হয়ে –
চাঁদ গলে যায় , গলে যায় সূর্য
হিরন্যক লিখে যায় গল্প তখন ।
শব্দের অক্ষর ভাঙে জলের শরীর
মেলে রাখি সময় স্মৃতির প্রদীপ ।
খুবই মায়াবী লেখা প্রিয় ❤
মুগ্ধতাএকরাশ😍