মন যখন চঞ্চল
বিশ্বজিৎ কর
মন আমার চঞ্চল হয় ঝরাপাতার জন্য –
এত বাতাস দিল, এত সৌন্দর্য দিল, এত শ্বাস দিল….. আজ পথেই গড়াগড়ি!
বৃষ্টির জলেও পায় না প্রাণ!
মন আমার চঞ্চল হয় বৃদ্ধাশ্রমের জানালার গরাদে মাথা রাখা মুখগুলোর জন্য-
প্রতিপালনের প্রতিভূ, স্নেহ -বাৎসল্য রসের স্বর্ণহৃদয়….. তবুও ঠিকানা বৃদ্ধাশ্রম!
মন আমার চঞ্চল হয় দিনমজুরের লড়াই-এ,
রোদে পুড়ে -জলে ভিজে প্রাণপাত পরিশ্রম –
দেশের অর্থনীতির লেখচিত্রের জ্যামিতিক নায়ক, তবুও ওদের মিছিলে শ্লোগান -“অন্ন দাও, বস্ত্র দাও……!