কবি—আতিকুর সাফায়েত এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “বিজয়ের কথা ”

418
কবি—আতিকুর সাফায়েত

বিজয়ের কথা

                       ✒ আতিকুর সাফায়েত

(শেষ পাতার কবিতা গ্রুপে বিজয় দিবস এর প্রতিযোগিতায় সেরা কবি আতিকুর সাফায়েত )

বাঙালি আজ মেতেছো
বুর্জুয়া বিজয়ের উল্লাস,
জানো কি তবে এর গহীনে
কত গভীর ইতিহাস?

শুনো হে তবে,
বিজয় শব্দটি বাঙালি জাতি
করেনি দাম বিনা অর্জন,
দাম হিসেবে দিতে হয়েছে
তিরিশ লক্ষ শহিদের রক্ত বিসর্জন!

আমরা যে আজ মুক্ত স্বাধীন
পাইনি তা মাগনা,
সার্বভৌমত্ব লাভের পথে
ইজ্জত দিয়েছে তিন লক্ষ বীরাঙ্গনা।

সস্মানের এই স্বাধীনতা
বাঙালি নিশ্চুপে আনেনি,
এনেছে বাংলার বীর সন্তানেরা
রেখে হাজারো সাক্ষী!

সাক্ষী সেই রেসকোর্স
সাক্ষী পঁচিশের কালোরাত
সাক্ষী সেই ঢাকা শহর
হানাদারের কালো হাত!

সাক্ষী এই শহীদের রক্ত
সাক্ষী রূপসদী নোয়াবাড়ি,
দেশমাতাকে মুক্ত করতে
হয়েছিলো যা ঘাটি।

স্বাধীনতা আমাদের গৌরব-কথা
কঠোর সাধনার ফল,
মুক্তিতে হোক বাঙালি জাগ্রত
জাতি হোক উজ্জ্বল।

হে নবীন, নয়া প্রজন্ম
শুনো তবে পাতিয়া কর্ণ
দেশের জন্যে মরতে রাজি
হও দেশপ্রেমি যেমন,
দেশমাতৃকার সম্মানার্থে যারা
দিয়েছিলেন স্বীয় জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here