লন্ডন থেকে প্রবাসী কবি মিনু আহমেদ এর কলমে আজকের কবিতা “নীহারিকা”

526
লন্ডন থেকে প্রবাসী কবি মিনু আহমেদ এর কলমে আজকের কবিতা “নীহারিকা”

নীহারিকা–।|।

             –মিনু আহমেদ।

নীহারিকা—!
কেমন আছো তুমি?
আজও কি খুঁজে ফিরো আমাকে?
সত্যি অপূর্ব সুন্দর ছিলে তুমি!
আর ভদ্র—মিষ্টি স্বভাবের মেয়ে।
তোমাকে দেখলেই এ বুকে প্রণয়ের বাসনা জন্মাতো।
মনের মধ্যে শ্রদ্ধা আর অপূর্ণ জীবনে পূর্ণতার সম্মান এসে যেতো।
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে তুমি এক অপূর্ব সুন্দর।
আমার দৃষ্টিতে তুমি শ্রদ্ধা আর প্রণয়ী প্রীতি।
প্রকৃত ভালো বন্ধু তো সেই,
যার কথায় জ্ঞান বৃদ্ধি হয় এবং আল্লাহর কথা স্মরণ হয়।
কাউকে বুঝতে তার ভাষা শোনার প্রয়োজন নেই।
তার আচরনই বলে দেয়।
কেউ কাউকে শ্রদ্ধা সম্মান ও ভালবাসা এমনি এমনি দেয় না।
তার আচার-আচরণে সেটা পেতে বাধ্য করে।
তাই তো তোমাকে ভালোবেসে চলছি জন্ম থেকে জন্মান্তরে।
আজ পৃথিবী আর সূর্যের আলোর রশ্মি থেকে যতটা দূরে!
তোমার আমার দূরত্ব তার চেয়েও দূরে।
তবু তোমার আকর্ষণ আমাকে কাছে টানে নীহারিকা।
তোমাকে যখন দেখেছি তুমি ছিলে নাবালিকা।
আজ সেই তুমি এক পরিপক্বতায়ে পরিচালিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here