আত্মজা
নওরোজ নিশাত
যাকে নিয়ে আমি বেঁচে থাকার অর্থ খুঁজে পাই
সে স্বামী নয় ,কোন স্বপ্ন নয় ,সে আমার আত্মজা।
সে আমার ফুটন্ত সকাল
সন্ধ্যা আকাশে দ্রুবতারা।
পথে ভিজে যায় বাধাবিঘ্নের কড়া রোদ্দুরে ।
তবুও ছায়া দিতে দিতে
হাঁটি পাশাপাশি ।
গুঁজিগলি পেরিয়ে
হাত ধরে তুলে আসতে চায় প্রশস্থ রাজপথে ।
তার পর স্বস্তির বৃষ্টিতে ভিজে
না হয় জ্বর বাঁধবো।