“সত্য সুন্দর ” জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি–শিরিন আফরোজ

1782
“সত্য সুন্দর ” জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি–শিরিন আফরোজ

সত্য সুন্দর

     শিরিন আফরোজ

ভোরের সুবাস
নতুন দিনের সূচনা
আকাশের বুকে সূর্য হাসে
খোলা আকাশ বলে ভেসে,
আমি তো আছি!
আশার আলোয় এগিয়ে যাও।

ভোরের সুবাস
মিষ্টি বাতায়ন
বাতাস ঘুরে ঘুরে বলে ,
আমি তো আছি!
যত ইচ্ছে শ্বাস নাও প্রাণ ভরে
খরচ ছাড়া বিনা মূল্যে।

ভোরের সুবাস
বহমান নদী
নদী এঁকেবেঁকে চলে আর বলে,
খরার সময় দূর্বল আমি
বর্ষায় হই সবল,
তবুও তো থাকি আমি আমার মতো,
আমায় দেখে তোমরা মন ভরাও
আর কষ্ট গুলো জলে ভাসিয়ে দিয়ে
সুখ নিয়ে এগিয়ে যাও,
জীবন বড়ো মায়াময় ।

দিন যায় রাত আসে
জীবন থেমে রয় না কোন গ্রাসে,
শত প্রতিকুলতার প্রাচীর ডিঙিয়ে
এগিয়ে যায় জীবন !
জীবন এগিয়ে নিতে স্বপ্ন আসে,
সুন্দর আগামী নিরবতায় হাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here