সাম্য দর্শনের কবি জেসমিন জাহান লিখেছেন “অন্তরিত বোধ ”

361
সাম্য দর্শনের কবি জেসমিন জাহান লিখেছেন “অন্তরিত বোধ ”

অন্তরিত বোধ

                   জেসমিন জাহান

কাদামাটি দিয়ে খেলতে গিয়ে ডুবেছি
সৃষ্টির গভীর মাদকতায়
ভাঙা গড়ার খেলায়, ভেঙেছি-গড়েছি
দিয়েছি বিলিয়ে অবলীলায়।

জলের ফোঁটায় জীবনের রঙ দেখেছি
টলোমলো স্বচ্ছ শিশিরবিন্দু
আরশির চোখে রেখে এ দৃষ্টি খুঁজেছি
গহীন মালয়, খুঁজেছি সিন্ধু।

বুকের গভীরে কষ্টের ক্ষত পুষেছি যত্নে
দিয়েছি প্রলেপ অবহেলায়
জীবন মরুতে মরীচিকা হয়ে খেলেছি
কঠিনতর সুন্দর ছলনায়।

রাতের শরীরে ঘুণপোকা,নিভৃতে শুনেছি
ভোরের হৃদয়ে হাহাকার
মধ্যাহ্ণের দারুণ আকাশে একমুঠো প্রেম
মিশিয়ে করেছি একাকার।

গোধূলির মায়া কপোলে মেখে মূর্ত সন্ধ্যা
নামে ঝরা পাতাদের মর্মরে
ঘুম ভেঙ্গে ওঠে পূর্ণিমারাত জোছনায় খুঁজি
তীব্র আলোর প্রান্তরে।

নক্ষত্রের কোমল আলোয় পড়তে চেয়েছি
অরুন্ধতীর মন কাহন
বেলাভূমির এই বিষন্ন তটে প্রহর কেটেছে
এলো কী শুদ্ধ আলোর সেই বাহন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here