সত্য ও সুন্দরের পূজারী রেবা হাবিব এর লিখা কবিতা “জাগরিত প্রেম”

504
সত্য ও সুন্দরের পূজারী রেবা হাবিব এর লিখা কবিতা “জাগরিত প্রেম”

জাগরিত প্রেম

                      রেবা হাবিব

প্রথম প্রেমের পরশে কেন জানি তুমি দ্বিধাগ্রস্ত!
যৌবনের দরজার দ্বারে এসে
হাতরিয়ে বেরাচ্ছ যত গোপন ক্ষতগুলো।
কিছুটা যন্ত্রণা না হয় আমাকে দাও
আর খানিকটা মেলে ধরো বাহিরে।
বাতাসে উড়ে গিয়ে মিশে যাক আকাশে
একাকার হয়ে যাক মেঘের রঙের সাথে।
তাকিয়ে দেখ আজ আমার দিকে
জেগেছে প্রেম আমার মাঝে।
তোমার জন্য সেজেছি আজ রঙিন সাজে।
প্রেমের হাওয়া যেন লেগেছে আজ আমার দীঘল কালোকেশে
ঠোঁটের রঙে, চোখের কাজলে।
চারিদিকে শুধু প্রেমের আহবান!
কই দেখছিনাতো তোমাকে প্রেমিক রুপে??
নাকি ভয় লাগছে প্রেমিক হতে??
আজ নিদ্রাদেবিকে দিলাম ছুটি
ছুটি দিলাম রাত্রির সমস্ত বাতিগুলোকে।
কেন জানো ?
আজ জাগবো নিশি তোমার সাথে।
আজ শুধু ভালবাসার দিন, পাশাপাশি বসবার দিন
সকালের শিশিরভেজা ঘাসের মাঝে হারিয়ে যাবার দিন।
বল কি চাও আমার কাছে?
শতকোটি ভালবাসা নাকি অনেক বেদনা??

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here