সত্য ও সুন্দরের পূজারী কানিজ ফাতেমা খুশী এর লিখা কবিতা “ওরা সেখানেই থাকে”

500
সত্য ও সুন্দরের পূজারী কানিজ ফাতেমা খুশী এর লিখা কবিতা “ওরা সেখানেই থাকে”

ওরা সেখানেই থাকে

                      কানিজ ফাতেমা খুশী

আনন্দের বাজারে –
দর-দাম করলে চলে না
না করে ধরে রাখতে হয়
বর্ণহীন গন্ধহীন জীবন
ফ্যাকাসে বুদবুদ সমান |

ভালো খাও, ভালো পড়ো
জীবন – তবু করে হা-হুত্তেস
কি নেই তোমার আঙিনায় !
পরাণ খুলে কও দেখি মিতা
কোথায় কীসে তোমার আনন্দ !

বনলতার ঝোপঝাড়ে চেয়ে দেখো
সুখের কত হাতছানি
একে অপরের মোলায়েম পরশে
সরল নিশ্বাসে বিশ্বাসে
রয়েছে নিবিড় বন্ধনে অটুট |

আনন্দের বাজারে, কীসের এত দরদাম হে !
শুষ্ক মরুভূমি, বিষাদ ছাড়া কি দেবে !
নাও, সময় থাকতে বুঝে নাও
আনন্দের বর্ণময়, গন্ধময় বাজার
আজ জেনে নাও- ওরা সেখানেই থাকে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here